খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও সখীপুর উপজেলা দিবস পালন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ অক্টোবর) বিকেল চারটায় পৌরসভা সংলগ্ন এ ভবন উদ্বোধন করেন জাতীয় ছাত্র সমাজ-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান রেজা।
উদ্বোধন শেষে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে সখিপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে সদস্য সচিব আয়নাল হক সিকদার ,যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার পৌর শাখার আহবায়ক আজহারুল ইসলাম মাস্টার, সদস্য সচিব আলমীর হোসেন, উপজেলা যুগ্ম আহবায়ক ডাঃ শাহাদাত, সদস্য বীর মুক্তিযোদ্ধা দানেজ আলী, লিয়াকত মাস্টার, ইউসুফ মিয়া, সেলিম আহমেদ , জামাল হোসেন, হাসেম মিয়া, আবদুল আউয়াল, রুহুল আমিন , আব্দুল কাদের, মোঃ বক্তার আলী, মোঃ রুবেল মিয়া, মনির হোসেন ইয়ার মাহমুদ, বুজরত আলী প্রমুখ উপস্থিত ছিলেন ।
Social Footer