INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সখীপুরের স্বপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সখীপুরের স্বপন

সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের মো. ছানোয়ার হোসেনের ছেলে স্বপন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। 

সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।
তিনি উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন এবং সখীপুরের সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন।

স্বপন মিয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।।

একই সঙ্গে আমার বাবা-মা, পরম পূজনীয় শিক্ষক ও আমার শুভাকাক্ষীদের প্রতি। আমি যেন ভবিষ্যতে আমার শিক্ষকতা জীবন সততা নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সহিত সম্পন্ন করতে পারি এবং
গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে পারি সে জন্য আমি আমার সখীপুর উপজেলা তথা টাঙ্গাইলবাসী সকলের কাছে দোয়া প্রার্থী।