
সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের মো. ছানোয়ার হোসেনের ছেলে স্বপন মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।
সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।
তিনি উপজেলার কালমেঘা ইলিমজান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন এবং সখীপুরের সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন।
স্বপন মিয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পাওয়ায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।।
একই সঙ্গে আমার বাবা-মা, পরম পূজনীয় শিক্ষক ও আমার শুভাকাক্ষীদের প্রতি। আমি যেন ভবিষ্যতে আমার শিক্ষকতা জীবন সততা নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সহিত সম্পন্ন করতে পারি এবং
গবেষণার সাথে সম্পৃক্ত থাকতে পারি সে জন্য আমি আমার সখীপুর উপজেলা তথা টাঙ্গাইলবাসী সকলের কাছে দোয়া প্রার্থী।