INFO Breaking
Live
wb_sunny

Breaking News

প্রতিমা বিসর্জনে গিয়ে যুবকের মৃত্যু 

প্রতিমা বিসর্জনে গিয়ে যুবকের মৃত্যু 

বগুড়ার শেরপুর উপজেলায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের পৌর শিশুপার্ক এলাকার পূবালী সংঘ পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি পৌর এলাকার উত্তর শাহ পাড়ার রঘুনাথ কর্মকারের ছেলে জগন্নাথ কর্মকার ওরফে রুপম (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার বিকেলে বিসর্জনের জন্য শেরপুর পৌর শিশুপার্ক এলাকার ওই পূজামণ্ডপ থেকে প্রতিমা ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রুপম। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, এ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।