মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশার চাপায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বেড়বাড়ী কলাবাগান বাজারে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মনোয়ারা বেগম বেড়বাড়ী বটতলা এলাকার ফজল হকের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ধলা সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মনোয়ারা বেগম তার স্বামী ফজলের মুদির দোকানে বেড়বাড়ী কলাবাগান যাওয়ার জন্য পায়ে হেঁটে বাড়ি থেকে রওয়ানা হন। 

কলাবাগান বাজারের কাছাকাছি পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় মনোয়ারা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership