INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

টাঙ্গাইলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

টাঙ্গাইলের ভূঞাপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লিটন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

আজ সকাল ৬টার দিকে উপজেলার ফলদা ঘোনার পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিটন ফলদা রামসুন্দর ইউনিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও জোতআতাউল্লাহ গ্রামের আয়নাল হকের ছেলে। এ ঘটনায় তার সহপাঠি দুই বন্ধু শাওন ও মারুফ এবং পথচারী জয়নাল আহত হয়। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, আজ সকাল ৬টার দিকে ৯ম শ্রেণিতে পড়ুয়া তিন বন্ধু লিটন, শাওন ও মারুফ প্রাইভেট পড়তে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়। চালকের আসনে ছিল লিটন। তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি ফলদা ঘোনার পাড়া এলাকায় পৌঁছলে প্রথমে পথচারি জয়নাল পরে ওয়ালের সাথে ধাক্কা লাগে। 

এতে চারজনই আহত হয়। স্থানীয়রা তাদের করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আহত শাওন, মারুফ ও জয়নালের অবস্থা গুরুতর হওয়া তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম।