INFO Breaking
Live
wb_sunny

Breaking News

চোখ ওঠার লক্ষণ থাকলে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ

চোখ ওঠার লক্ষণ থাকলে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ

বিদেশগামী যাত্রীদের চোখ ওঠার লক্ষণ থাকলে ৭ দিনের মধ্যে ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমানবন্দরে চোখ ওঠা যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় বিদেশগামী অনেক যাত্রীর ভ্রমণ বাতিল হয়ে যায়। তাই এই ভাইরাসে সংক্রমিত হলে ৭ দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, তবে যদি যাত্রীর ভিসা সংক্রান্ত জটিলতা এবং জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে হয়, তাহলে বিএমডিসি রেজিষ্টার্ড চক্ষু বিশেষজ্ঞের সনদ, প্রয়োজনীয় ওষুধ ও সানগ্লাস ব্যবহার করে বিমানবন্দরে উপস্থিত হতে হবে।

সেই সঙ্গে আক্রান্ত যাত্রীরা ভ্রমণের জন্য উপযুক্ত কিনা তা যাচাই-বাছাই করবেন বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ভ্রমণ ফিটনেস সার্টিফিকেট পেলেই বিদেশ ভ্রমণ করতে পারবেন ওই যাত্রী।