INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা আ’লীগ সমর্থন পেলেন হাসানুজ্জামান রঞ্জু

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলা আ’লীগ সমর্থন পেলেন হাসানুজ্জামান রঞ্জু

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড ( কালিহাতী) সদস্য পদে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হাসানুজ্জামান তালুকদার রঞ্জুকে সমর্থন দেয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু ব্রীজ রিসোর্ট এলেঙ্গা ( বিরতি) হল রুমে উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ওই সমর্থন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের, আওয়ামীলীগ নেতা আফাজ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬ নং কালিহাতী ওয়ার্ডে সদস্য পদে আওয়ামীলীগের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হচ্ছেন নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আয়নাল হক ও জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার কামাল আহমেদ।

কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুর রহমন খানকে মনোনয়ন দেওয়ায় প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিনাপ্রতিদ্বন্দিতায় ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বলেন, জেলা পরিষদ সদস্য পদে ৬ নং ওয়ার্ড কালিহাতীতে আওয়ামীলীগের ৩ জন প্রার্থী নির্বাচন করছেন।

যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের আইনী প্রক্রিয়া শেষ হয়ে গেছে তাই কালিহাতী উপজেলা আওয়ামীলীগ জেলা আওয়ামীলীগ ও দলীয় চেয়াম্যান মেম্বারদের সাথে আলোচনা করে সার্বিক বিষয়, শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে ৬ নং ওয়ার্ড কালিহাতীতে বাংলাদেশ আওয়ামীলীগ কালিহাতী উপজেলা শাখা হাসানুজ্জামান তালুকদার রন্জুকে দলীয় সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ সদস্য পদে ১৩ টি ইউনিয়ন ২ টি পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান, মহিলা ভাইসচেয়ারম্যানসহ মোট ১৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অপর দুই প্রার্থীর তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।