শুক্রবার সকালে এ কমিটি ঘোষনা করার কিছুক্ষণ পরেই স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে তারা।
জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও ইলিয়াস হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আল মামুনকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক এবং আল মাহমুদ প্রান্ত, সাইফুল ইসলাম হৃদয়, জুয়েল রানা ও আল আমিন আহমেদকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এদিকে রেজভী শিকদার শান্ত পৌর শহর ছাত্রলীগের সভাপতি ও তানভীর হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে খন্দকার রফিকুল হাসান বিজয়কে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি ও সুমন মিয়া সীমান্তকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
Social Footer