বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সখীপুরে গ্রাম আদালত কমিউনিটি ভিডিও শো—গ্রামীণ জনগণের সচেতনতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গ্রামীণ জনগণের আইনগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলছে গ্রাম আদালত কমিউনিটি ভিডিও শো প্রদর্শনী। স্থানীয় মানুষের মাঝে গ্রাম আদালতের কার্যপ্রক্রিয়া, ভূমিকা এবং সহজলভ্য বিচারসেবার গুরুত্ব বোঝাতে এ আয়োজনে ব্যাপক সাড়া দেখা গেছে।

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সন্ধ্যার পরে ভিডিও শো দেখতে ভিড় জমাচ্ছেন নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ। ভিডিওতে গ্রাম আদালতের মাধ্যমে ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির সহজ পদ্ধতি, অভিযোগ দায়েরের নিয়ম, সালিশ পরিচালনার ধাপসহ বাস্তব উদাহরণ তুলে ধরা হচ্ছে। এর ফলে মানুষ নিজের অধিকার, আইন ও সেবাগুলো সম্পর্কে আরও অবগত হচ্ছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বাড়ছে। অনেকেই থানায় বা আদালতে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে দ্রুত এবং কম খরচে বিরোধ সমাধানের সুবিধা সম্পর্কে জানতে পারছেন।

এছাড়া ভিডিও শো শেষে আলোচনা সভার আয়োজন করা হয়, এবং উক্ত ভিডিও থেকে প্রশ্ন করে কুইজের মাধ্যমে ১০ জন বিজয়ী কে পুরস্কার দেয়া হয়। এছাড়াও সেখানে উপস্থিত জনগণের নানা প্রশ্নের জবাব দেন গ্রাম আদালত সহায়তা প্রকল্পের কর্মী উপজেলা সমন্বয়কারী মোঃ শাহরেজা আমিন এবং ইউপি প্রতিনিধিরা। 

গ্রামের মানুষের ভাষায় উপস্থাপন করা এসব তথ্য গ্রামীণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সখীপুরে এই সচেতনতামূলক আয়োজন চলবে আরও কয়েকদিন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এই ভিডিও শো প্রদর্শন করা হবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership