মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

উপপরিচালক হলেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম তালুকদার

 টাঙ্গাইল পিটিআই এর সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার পদোন্নতি পেয়ে উপপরিচালক হলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচি দিদারুল আলম সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে 
 বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি সিলেটের বিভাগীয় উপপরিচালক হিসেবে চলতি দায়িত্ব পালন করবেন।

মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। পরবর্তীতে তিনি কক্সবাজার, চট্রগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া এবং জয়দেবপুর পিটিয়াইয়ের সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 

এ ছাড়াও তিনি নানা ধরনের সামাজিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সম্মাননা পেয়েছেন।মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা থেকে তিনি
‘ভাষার মিছিলে অগ্রণী যাঁরা’ নামক একটি বই সম্পাদনা করেছেন।

রফিকুল ইসলাম তালুকদার বলেন,এই অর্জন আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতার ফল।
আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সকল মহৎপ্রাণের প্রতি, যাঁরা আমাকে সবসময় উৎসাহিত করেছেন, পাশে ছিলেন এবং আমার উপর আস্থা রেখেছেন। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে, এবং আগামীতেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership