বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কালিহাতীর সহদেবপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে সহদেবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পৌজান বাজার মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন। 
আরোও বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা কৃষকদলের সভাপতি মোজ্জামেল হক হিরো, সহদেবপুর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুস ছালাম,জাতীয় মিডিয়া সেলের সমন্বয়ক সাজু মেহেদী, মহিলাদলের সাবেক সভাপতি রহিমা খাতুন, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা শরিফ মোল্লা উপজেলা যুবদলের সম্ভাবনা সাধারণ সম্পাদক প্রার্থী আলহাজ প্রমুখ। 
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচন ঘিরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিকল্প নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ওপরও তাঁরা গুরুত্ব আরোপ করেন। এসময় কেন্দ্র ঘোষিত প্রার্থী মনোনয়ন, স্থানীয় সাংগঠনিক অবস্থা এবং নির্বাচনকালীন করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership