কালিহাতি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এর সাথে যারা জড়িত আছেন আমরা দ্রুত তদন্ত করে আসামিদের সনাক্ত করব এবং বিচারের কাঠগড়ায় সম্মুখীন করব। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জানালা হাসপাতালে পাঠান এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কালিহাতীতে এক বৃদ্ধ ব্যক্তির রহস্যজনক মৃ"ত্যু
সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি ঃ টাংগাইলের কালিহাতি উপজেলার পাচ চারান গ্রামের কামাল খান (৭০) পিতা মৃত ওয়াজেদ আলী খানের রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। জানা যায় কামাল খান গ্রামের বাড়ি চারানে বাড়ির কাজ করতে মাঝে মাঝেই বাড়িতে অবস্হান করতেন, সে একজন শাহবাগ জাতীয় যাদুঘর অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন,বাড়িতে একজন কেটকেয়ার আর তিনি থাকতেন তার দুই মেয়ে এক ছেলে ও বউ থাকতেন ঢাকা শাহবাগে। গতকাল মঙ্গলবার গভীর রাতে কে বা কারা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বাড়ির পাশে বাঁশ বাগানে লাশটি ফেলে রাখেন।স্থানীয়রা খবর পেয়ে আলিয়াতি থানা পুলিশকে ঘটনাটি জানান এবং আশেপাশের মানুষ লাস্ট টি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। কালিহাতি থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে
