শনিবার, ২ আগস্ট, ২০২৫

সখীপুরে ৪৯পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(১ আগস্ট) সন্ধ্যায় পৌরশহরের ৩ নং ওয়ার্ড, গার্লস স্কুল রোডে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাকৃতরা হলেন- পৌরসভার ৫ নং ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে 
শিহাব মিয়া(১৯) এবং দাঁড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা গ্রামের 
মোসা সিকদারের ছেলে নিতু সিকদার (১৯)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধায় সখীপুর থানা পুলিশ পৌরশহরের ৩ নং ওয়ার্ডের গার্লস স্কুল রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের দুইজনের দেহ তল্লাশি করে ৪৯ পিচ ইয়াবা জব্দ করা হয়।


সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership