গ্রেফতাকৃতরা হলেন- পৌরসভার ৫ নং ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে
শিহাব মিয়া(১৯) এবং দাঁড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা গ্রামের
মোসা সিকদারের ছেলে নিতু সিকদার (১৯)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধায় সখীপুর থানা পুলিশ পৌরশহরের ৩ নং ওয়ার্ডের গার্লস স্কুল রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের দুইজনের দেহ তল্লাশি করে ৪৯ পিচ ইয়াবা জব্দ করা হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।