মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ওসি কালিহাতীর মোঃ জাকির হেসেন

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জুলাই মাসে সর্বাধিক ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন। জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি নির্বাচিত হয়েছেন এ থানার এএসআই রায়হান আলী মোল্লা।
সোমবার (১৮ জুলাই) জেলা পুলিশ লাইন্স মাল্টিপাস শেডে আয়োজিত মাসিক কল্যান সভায় অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তার হাতে এ সম্মাননা তুলে দেন।

কালিহাতী থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মোঃ জাকির হোসেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মামলার আসামি গ্রেপ্তার ও ওয়ারেন্ট তামিলে তার সফলতা দৃশ্যমান। এছাড়া মাদক ও সন্ত্রাস দমনে তার কঠোর ভূমিকা স্থানীয়দের আস্থা অর্জন করেছে
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান,এ পুরস্কার আমার একার নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের যৌথ পরিশ্রমের ফল। 

জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করবো
এ ছাড়াও এ থানার এএসআই রায়হান আলী মোল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সম্মাননার ক্রেস্ট পেয়েছেন।এ নিয়ে তিনি ৩৫ বার জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership