সোমবার, ৭ জুলাই, ২০২৫

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার(৭ জুলাই) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

পরিবারসূত্রে জানা যায়, কৃষক আবুল কাশেম আজ বিকেলে বাড়ির পাশে কলা বাগানে কাজ করতে যান। আনুমানিক বেলা সাড়ে ৫ টার দিকে কলাবাগানে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।   

পরিবারের লোকজন আরো জানায়, কলাবাগানের মধ্যে একটি বৈদ্যুতিক তার রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শেই তার মৃত্যু হয়েছে। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership