মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সখীপুরে গৃহবধূর ঝু/ল/ন্ত মরদেহ উদ্ধার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সুবর্ণা আক্তার(২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(১ জুন) উপজেলার হতেয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত সুবর্ণা আক্তার ওই এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ শাশুড়ির সাথে বসবাস করতো। সকাল থেকে তারা দুজনেই গৃহস্থালির কাজ করছিলেন। আজ দুপুর ১২ টার দিকে নিহত সুবর্ণা আক্তারের শাশুড়ি তাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে কেন, কী কারণে এমন আত্মহত্যা তাৎক্ষণিকভাবে তার কারণ জানাতে পারেনি পরিবারের লোকজন।

পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership