বুধবার, ২৫ জুন, ২০২৫

সখীপুরে ১৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
“একটি ফুল, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের পরিকল্পনা ও উদ্যোগে আজ সখীপুর উপজেলার সকল (১৪৭টি) প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। 
 বুধবার(২৫ জুন) সকাল ১০টায় উপজেলার রকিব নগর আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল রনী।
 এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোরাদ হোসেন খান, মো: শাহীনুর ইসলাম প্রমুখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী বলেন,আমরা প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ লাগাই এবং তার যত্ন নিই, তবে এই বিদ্যালয়ের পরিবেশ চিরসবুজ হয়ে উঠবে। শিক্ষার্থীরা টিফিনের ফাঁকে বা ছুটির পর গাছের যত্ন নিতে পারে। শিক্ষকরা তাদের এই কাজে উৎসাহিত করতে পারেন। ছোট ছোট শিশুরা যখন একটি চারা গাছকে বড় হতে দেখবে, তখন তাদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মাবে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership