ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর নতুন বাজার এলাকায় শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আশ্রাব আলী ও আক্কাছ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রউফ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০০ বছর ধরে ব্যবহৃত ওই রাস্তা সম্প্রতি আকাশমনি গাছের চারা রোপণের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, মুক্তিযোদ্ধার পরিবার ও সরকারি চাকরিজীবীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী এক এমপির ঘনিষ্ঠ হওয়ায় আশ্রাব আলী নানা অনিয়মে জড়িয়ে পড়েন। রাস্তাটি বন্ধ করে দেওয়ার পর থেকে এলাকাবাসী একাধিকবার প্রতিকার চাইলেও কোনও সমাধান মেলেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।