বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত টাঙ্গাইলের রফিকুল ইসলাম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে তার এই সম্মাননার বিষয়টি নিশ্চিত করা হয়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা পদক প্রদান করা হবে।মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন।

পরে তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। এরপর কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া ও জয়দেবপুর পিটিআইতে সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন থেকে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।শিক্ষা ও প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের জন্য তিনি একাধিক সম্মাননা অর্জন করেছেন। মাতৃভাষার প্রতি দায়িত্ববোধ থেকে তিনি ‘ভাষার মিছিলে অগ্রণী যারা’ শীর্ষক একটি বইও সম্পাদনা করেছেন।

অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রফিকুল ইসলাম তালুকদার বলেন, “এই স্বীকৃতি আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের ভালোবাসা, পরিশ্রম ও সহযোগিতার ফল। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাঁদের প্রতি, যাঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন এবং আস্থা রেখেছেন। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান হয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগম। আট ভাই ও এক বোনের মধ্যে তিনি ষষ্ঠ সন্তান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.