বুধবার, ১৪ মে, ২০২৫

টাঙ্গাইলে ৯ ডাকাত গ্রেপ্তার, ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে একটি ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় ডাকাতিকৃত ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল ইসলাম, নান্নু মিয়া ও বেল্লাল হোসেন

সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত ৩ মে রাত আড়াইটার দিকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নে অবস্থিত আনাম গ্রীন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের একদল ডাকাত ফ্যাক্টরির মেইন গেটের তালা কেটে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ানকে বেঁধে ফেলে রেখে ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতদল ২৫০ কেভিয়ে সাব- স্টেশনের ট্রান্সফরমার, জেনারেটর ও তারসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে পিকআপ যোগে পালিয়ে যায়। পরে আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরির ইনচার্জ মো. তাজুল ইসলাম বাদী হয়ে মধুপুর থানায় এজাহার দাখিল করেন। এ ঘটনায় সাভার, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, ডাকাতদের দেয়া স্বীকারোক্তি মোতাবেক আশুলিয়া থানার বলিভদ্র এলাকায় মামুনের ভাঙ্গারী দোকান থেকে মালামাল এবং ডাকাতিকাজে ব্যবহৃত মিনি পিকআপ উদ্ধার ও ডাকাতিকৃত মালামাল খরিদ করার দায়ে নান্নু মিয়া ও বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership