বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সখীপুরে ধান খেত থেকে প্রবাসীর স্ত্রীর লা/শ উদ্ধার

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে ধান খেত থেকে আমিনা বেগম(৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জনক।

পরিবারসূত্রে জানা যায়, রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সাথে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপরে দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

আজ ভোরে সকালে আমিনা বেগমকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ধানখেতে তার লাশ দেখতে পুলিশে খবর দেওয়া হয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

সখীপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোশারফ হোসেন বলেন, বাড়ির পাশ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership