মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাসাইলে লাবীব গ্রুপের ব্যতিক্রমী আয়োজন, ১০ লাখ টাকা অর্থ সহায়তা পেলো ১০০ পরিবার

বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে উপজেলার ১০০ জন দরিদ্র জটিল/অপারেশনের রোগীকে মোট ১০ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ সকালে বাসাইল উপজেলার শহিদ মিনার চত্বরে নগদ ১০ লক্ষ টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম সহ আরো অনেকে। 

লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের জন্য শুভকামনা রইল, মহান আল্লাহ খুব দ্রুত আপনাদেরকে সুস্থতা দান করুন। আজকে পহেলা বৈশাখে আপনাদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership