গত সোমবার (০৬ আগস্ট) রাত সাড়ে ৮টায় টাঙ্গাইল প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ ঘোষণা দেন।ছাত্রনেতারা জানান, আন্দোলন থামাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সম্পৃক্ততা আর মদদে চলেছে শিক্ষার্থীদের হত্যা, হামলা আর নির্যাতন বলে দাবি করেছেন তারা। তাদের উপার্জিত সকল সম্পদ বায়েজাপ্তের দাবিও জানিয়েছেন জানান। এছাড়াও হামলায় জড়িত পুলিশ সদস্যদেরও বিচার দাবি করেন তারা।তারা আরও জানান, সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার সামনে দিয়ে বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবর্ষণ করে। এতে অন্তত দুই জন নিহত হয়েছে। এছাড়াও ধনবাড়ীতে একজন শিক্ষার্থী নিহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি সমন্বয়করা।
টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর জানান, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান কবির, কামরুল ইসলাম, আল আমিন, আকরাম হোসেন, নবাব আলী প্রমুখ। এদিকে, আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে বিজয় মিছিল করবেন বলে জানান তারা।