বুধবার, ৩১ জুলাই, ২০২৪

টাঙ্গাইলে শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সংস্কারপন্থী শিক্ষার্থীরা জেলা জজকোর্ট প্রাঙ্গণের পাশে হেলিপ্যাডে পূর্ব নির্ধারিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে। 

বুধবার (৩১ জুলাই) সকালে কোর্ট এরিয়া এবং শহরের বিভিন্ন রাস্তায় তারা পুলিশি বেষ্টনীর মধ্যে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন। 

এ কর্মসূচিতে শহরের সরকারি কুমুদিনী কলেজ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সরকারি সা'দত কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর কাছে ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন। 

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফ্ফাত জাহান নুহা বলেন, ‘আমাদের ভাইদের রক্তের দাগ শুকায় নাই। আর আমরা কিভাবে আন্দোলন বন্ধ করব। আমাদের সব দাবি মেনে নিতে হবে। না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’ 

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, ‘আমাদের ৯ দফা দাবি অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর দিলাম, আমাদের দাবি মানতে হবে। আমাদের যে ভাইদের হত্যা করা হয়েছে তাদের হত্যারকারীদের বিচার করতে হবে। আমরা রাজপথে ছিলাম, আছি।’ 

অপরদিকে শহরের নিরালা মোড়ে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা প্রমূখ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership