মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সখীপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৫ জুন) বিকেলে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে এ
উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।

সভায় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল , পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমূুখ। 

এসময় প্রধান অতিথি বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, দেশের সর্বস্তরের জনগণকে সুবিধা দিতে এই পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। আমি আশা রাখি ভবিষ্যতে সাধারণ মানুষ সর্বজনীন পেনশন স্কিমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।


সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
২৫-০৬-২০২৪

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership