শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সখীপুরে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

শনিবার(১৫ জুন) সকালে উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ড বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

মানবকল্যাণ পরিষদের সভাপতি মো: মজিবর রহমান খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সিকদার।
এছাড়া বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের উপদেষ্টা আছিম পাটুয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আমিনুল ইসলাম মজনু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় মানবকল্যাণ পরিষদের সভাপতি মজিবর রহমান খান জানান, অন্তত ৬০ পরিবারের মাঝে ১ কেজি চিনি, ১ টি সেমাই, ১ প্যাকেট দুধ, ২ টি সাবান, ১ কেজি সুগন্ধি চাউল ও ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।

সাধারণ সম্পাদক জুয়েল রানা জানান, দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজনে আমরা আমাদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আমরা এলাকার বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করব।
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
১৫/০৬/২০২৪ইং

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.