সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুর পৌরসভার প্রাক বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। আজ শনিবার পৌরসভা কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৮০ কোটি ৫ লক্ষ ৯৫হাজার ৭শত ৩৪টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট আলোচনা সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সাঈদ আজাদ।
পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে এসময় বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া, ইয়ারুম তালুকদার, অধ্যক্ষ রেনুবর রহমান,পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামান সেন্টসহ কাউন্সিলর, প্রেস মিডিয়ার সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।