বুধবার, ৮ মে, ২০২৪

সখীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের সংবাদ সম্মেলন

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দশ জন ইউপি সদস্য। আজ বুধবার সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাবে উপজেলার কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোসেনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান জামাল হোসেন মেম্বারদের নিয়ে পরিষদের মাসিক মিটিং না করা, চেয়ারম্যান ও তাঁর ছেলে আলমগীর হোসেন চাঁন এবং চেয়ারম্যানের পিএস লুৎফর রহমান বিদেশি লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ করাসহ নানা অনিয়ম ও দূর্নীতি অভিযোগ তুলে বক্তৃতা করেন। 

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাবিবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. মামুন সিকদার, বেগম সুফিয়া, আলিয়া, শফিকুল, ফজলুল হক, বদরুল হাসান বাদল, আ.আজিজ।

এর আগে গত ২ মে বৃহস্পতিবার সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের বরাবর নয় জন ইউপি সদস্য চেয়ারম্যান জামাল হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership