বুধবার, ২২ মে, ২০২৪

সখীপুরে স্ত্রীর মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সখীপুরে স্ত্রীর দায়ের করা মামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর ইসলাম সিজারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

২২ মে, বুধবার বিকেলে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সিজার ওই ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করতো সিজার। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্ব চলছিল। 

২০ মে বিকেলে স্ত্রী সানজিদা আক্তার তাঁর বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে এলে স্বামী সিজার সানজিদাকে যৌতুকের জন্য মারধর করে। পরে ওইদিন রাতেই যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামী সিজারসহ চারজনক আাসামি করে সখীপুর থানায় মামলা করেন স্ত্রী সানজিদা আক্তার।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, সিজারকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। 

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership