বুধবার, ২৯ মে, ২০২৪

সখীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সম্মেলন শুক্রবার

ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার নবাগত সদস্য  সম্মেলন  শুক্রবার  অনুষ্ঠিত হবে।



 আগামী  ৩১ মে শুক্রবার  সকাল ৯টা থেকে সখীপুরের প্রাণকেন্দ্র গার্লস স্কুল রোডের রফিক কনভেনশন হলে উক্ত  সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংগঠনের উপজেলা  সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা  সভাপতি মাওলানা আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ।  


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে  আরো উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাম্মদ আকরাম আলী, জেলা সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম। 
এছাড়াও বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
                      

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership