মঙ্গলবার, ২১ মে, ২০২৪

সখীপুরে পোল্ট্রি খামারি ও চিকিৎসকদের সাথে Apeel Science এর সেমিনার

সখীপুরের বড়চওনা ইউনিয়নে দুই শতাধিক খামারীদের সাথে (২০ মে) সকাল ১১ টায়  এবং একইদিন সন্ধ্যা সাতটায় পৌর শহরের শাকিল কিচেনসে ৩৫ জন ভেটেনেটারী চিকিৎসকদের সাথে  Bentoli ও Apeel Science নামক  প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনারের আয়োজন করেন। 

ওই সেমিনারে মাঠপর্যায়ের পোল্ট্রি খামারি- ব্যবসায়ী এবং কৃষিবিদদের সাথে সরাসরি প্রশ্নোত্তর ও বিভিন্ন বিষয়ে সমাধান দেয়া হয়েছে এবং সেই সাথে তারা আরও জানিয়েছে মোট ৫৬ টি পণ্য নিয়ে সারাবিশ্বে তারা কাজ করলেও বাংলাদেশে মোট ২২ টি পন্য নিয়ে কাজ করছেন। 
সেমিনারে তারা দুটি পণ্য নিয়ে হাতে কলমে আলোচনা করে খামারিদের অধিক মুনাফা অর্জনে আশ্বস্ত করেন।

ওই সেমিনারে তারা বর্তমানে বাংলাদেশে Metostim ও Semalex নামের এই দুটি পণ্যের উপরে গুরুত্বারোপ করেন।

সেমিনারের মূল উদ্দেশ্য হলো হাঁস-মুরগি পালনে  সর্বোত্তম কর্মক্ষমতার জন্য পানির গুণমান এবং প্রাথমিক পোল্ট্রি ছানাদের পুষ্টি বজায় রাখার জন্য কার্যকরী কৌশল। 

যেখানে নিউট্রিশন মেইনটেইন সিষ্টেম নিয়ে বক্তব্য দেন 'ডঃ জয়ন্ত ভট্টাচার্য ', ডিরেক্টর (ট্যাকনিক্যাল) বেনটলি,  ও  ডক্টর সুশান্ত সাহা (সেলস ডিরেক্টর,বেনটলি)

সেমিনারে Apeel Science এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ রিপন শিকদার, বেনটলি কান্ট্রি ম্যানেজার ইয়াহিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বিশেষ করে খামারিরা পোল্ট্রি ব্যবসার গুণগত মান ও আধুনিকায়নের উপর ভিত্তি করে কিভাবে ব্যবসায় লাভবান হবেন এবং পরিচর্যা করবেন সে বিষয়ে এই সেমিনারে আলোচনা করা হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership