শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধুর মৃ্ত্যু

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। 

এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের একজন নিহত হন। আহত আহত হন দুইজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। 



শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership