মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সখীপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে কলা বাগানের ভিতরে জুয়া খেলারত অবস্থায় ৪জন জুয়াড়িকে আটক করেছে সখীপুর থানা পুলিশ। 

সোমবার( ৪মার্চ)বিকেল আনুমানিক ৬টার দিকে কাকড়াজান ইউনিয়ন পরিষদের 
কাছেই বাংলাদেশ ব্যুরো শাখা অফিসের পশ্চিম দিকে করিম মিয়ার কলা বাগানের ভিতরে মাদুর পেতে জুয়ার আসর বসিয়ে তারা জুয়া খেলছিল। 

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুব দ্রুত সখীপুর থানা পুলিশের দল জুয়া খেলারত অবস্থায় কিছু টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটকৃত আসামিদের মধ্যে  ঘাটাইল উপজেলার আবুল কাশেমের ছেলে আনিছ মিয়া(৩২),সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্নরী পাড়া আলীমুদ্দিনের ছেলে রমজান(৪০),ইন্দারজানি শিরিচালা এলাকার বাছেদ মিয়ার ছেলে হালিম, ইন্দারজানি এলাকার  সাবেক মেম্বার আবুছাইদ মিয়ার ছেলে মঞ্জুরুল মুর্শেদ (৪২)কে আটক  করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা জুয়া খেলার দায় স্বীকার করলে থানায় মামলা করা হয়। প্রকাশ্য জুয়া খেলার ১৮৬৭ সনের  জুয়া আইনে ৩/৪ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান  জানান ,গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া  শেষে কারাগারে পাঠানো হবে। অবৈধ জুয়া খেলা বন্ধে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.