বুধবার, ৬ মার্চ, ২০২৪

জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেইনার হলেন কালিহাতীর ইফতি

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
জাতীয় ক্রিকেট দলের প্রথম বাংলাদেশী প্রধান ফিটনেস ট্রেইনার হলেন টাঙ্গাইলের কালিহাতীর সন্তান ইফতিখারুল ইসলাম ইফতি।

কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের সম্ভ্রান্ত মীর বাড়ির বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মীর আবুল কাশেমের বড় ছেলে ইফতিখারুল ইসলাম ইফতি। ওনার বড় বোন মীর রুমেনা ইয়াসমিন শিলু আমেরিকা প্রবাসী ও ছোট ভাই মীর আবু সাদাত মো. সায়েম ঢাকায় পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন।

১৯৮৭ সালের ১লা জুন টাঙ্গাইল শহরের এনায়েতপুরের ধুলেরচর মাদ্রাসা সংলগ্ন পৈতৃক বাড়িতে জন্ম গ্রহন করেন ইফতি।
গত সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইফতিকে জানানো হয়, চলমান শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের প্রধান ফিটনেস ট্রেইনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যদিয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান ফিটনেস ট্রেইনারের দায়িত্ব পেলেন প্রথম কোনও বাংলাদেশী। বিষয়টি পারিবারিকসূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন ইফতি। বিকেএসপিতে সাকিব আল হাসানদের দুই ব্যাচ সিনিয়র ছিলেন। নিয়মিত ঢাকা প্রিমিয়ার লীগ খেলেছেন। ২০১০ সালে খেলা ছাড়ার পর ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ শুরু করেন। ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশ মহিলা দলের ফিটনেস ট্রেইনার হিসেবে। ২০১২ সালে বিপিএলের ১ম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের ট্রেইনার ছিলেন। বিপিএলের সবগুলো আসরেই ট্রেইনারের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ ৪ বছর ধরে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের সাথে। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, মঈন আলী, সুনিল নারিনদের মতো ক্রিকেটার তার তত্ত্বাবধানে ফিটনেস ট্রেইনিং করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.