বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

সখীপুরে ২০ লিটার চোলাই মদসহ আটক ১

টাঙ্গাইলের সখীপুরে প্রায় ২০ লিটার চোলাই মদসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার(১৭ জানুয়ারী)গতকাল সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ফাইলা মাজার পাড়ের দক্ষিণ পাশ থেকে তাকে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়। 

আটককৃত লিটন উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের খামারচালা এলাকার আ.রহিম মিয়ার ছেলে।
সখীপুর থানার এ এসআই এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিটনের কাছ থেকে ২০লিটার চোলাই মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। 
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। 
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership