রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

প্রথম কর্মসূচি জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে আনা : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‌‘আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচি হবে জিনিসপত্র ক্রয়ক্ষমতার মধ্যে আনা। ’

আজ রবিবার প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

সকালে নতুন প্রতিমন্ত্রী দপ্তরে এলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। তখন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পণ্য উৎপাদন করে না, আমদানিও করে না। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সমন্বয় করে মাত্র। উৎপাদনকারীদের হাত থেকে পণ্যটি ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত জার্নিটা যেন স্মুথ হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে। ’

মতবিনিময় শেষে তিনি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সঙ্গে পরিচয় পর্ব শেষ করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.