Breaking News

সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন--প্রধানমন্ত্রীকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমি কখনো কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করবো না। বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত,প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে অটুট থাকুক এটাই আমার প্রত্যাশা। 
শনিবার(০৪অক্টোবর) বিকালে সখীপুর পিএম পাইলট গভঃ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উক্ত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেন, বিএনপি ভোটে আসুক বা না আসুক নির্বাচন হবে। 
আমার বোন(প্রধানমন্ত্রী)সুষ্ঠ, নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেন। এখানে আমেরিকা ভোট দিবে না, যুদ্ধের সময় আমেরিকা ৭ম নৌবহর পাঠিয়েছিল কোন লাভ হয়নি- এবার ৮ম নৌবহর পাঠালেও কোন লাভ হবে না। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম এ ছবুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী,মনসুর আহমেদ আজাদ সিদ্দিকী, নকুল কুমার বিশ্বাস প্রমুখ।

সোহেল রজত 
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি 
০১৫১৮-৩০১২৮৯
০৪/১১/২০২৩

Type and hit Enter to search

Close