সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :টাংগাইলের কালিহাতী উপজেলায় ভন্ডেশর জিসি-দেওপাডা জিসি ভায়া ভিয়াইল বাজার সড়কের ২০০মিটার রাস্তা ও চেইনেজ২২.০০ মিটার আরসিসি গর্ডার ব্রীজ নির্মাণ এবং ছাতহাটি হইতে ধানগড়া রাস্তার চেইনেজ৩৫০-১৩৫০ মিটার কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন।
স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী মোঃ আব্দুল লতিফ তালুকদারের সভাপতিত্বে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী বি কম. দশকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মালেক ভূইয়া, কালিহাতী উপজেলা ভাইস-চেয়ারম্যান আক্তারুজ্জামান, নাগ বাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, কোকডহরা ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম অনুষ্ঠান টি সন্চানালয় করেন টাংগাইল জেলা পরিষদের সদস্য মোঃ আয়নাল হক।এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ সহ অনন্য স্হানীয় নেতৃবৃন্দ গন।
Social Footer