টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। তদন্ত কমিটিতে রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কম্যান্ডেন্ট ও বিভাগীয় প্রকৌশলীকে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে ঘারিন্দা রেল স্টেশনে টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।
ঢাকাগামী মিনহাজ নামে এক ব্যাংকার খবরের কাগজকে বলেন, ‘ঢাকা যাই এখন ট্রেনে। বাসে তো অনিরাপদ। এখন বাসে আগুন, ট্রেনে আগুন, সাধারণ মানুষের জন্য এখন কোথাও নিরাপত্তা নেই।’
সাফিন আহমেদ নামে এক যাত্রী বলেন, ‘শুনেছি রাতে ট্রেনে আগুন দিয়েছে। সকালে টাঙ্গাইল কমিউটারে ঢাকা যাব টিকিট কেটেছি। সকালে এসে দেখি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ট্রেন ঢাকা যাবে না। এখন বিকল্প অন্য ট্রেনে যেতে হচ্ছে।’
জান্নাতুল মাওয়া নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘ঢাকায় যাচ্ছি। রাস্তায় আবার ট্রেনে যে কেউ আগুন দিবে না তার নিরাপত্তা কি? স্টেশনে যদি এই রকম নিরাপত্তা থাকা সত্ত্বেও আগুন দেয় তাহলে তো চলতি পথে একদম নিরাপত্তা নেই। তাই প্রশাসনের কাছে দাবি নিরাপত্তা জোরদার করার।’
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার খবরের কাগজকে বলেন, ‘শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। আমি এসেছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে।’
পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ খবরের কাগজকে বলেন, ‘তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয় দেখে বিস্তারিত জানাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।’
Social Footer