বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সখীপুরে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

সখীপুরে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ। এসময় ছানোয়ার হোসেন (৩৩) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। ছানোয়ার হোসেন উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আয়নাল মিয়ার হোসেনের ছেলে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শোলাপ্রতিমা বাজারে পাশে ছানোয়ার হোসেন ইয়াবা বিক্রি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদকসেবীকে ১০ পিচ ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে আদালতে সোর্পদ করেন। আদালত ছানোয়ার হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ওই আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership