Breaking News

বাবা বাবা’ বলে কাঁদছে নিহত পুলিশ সদস্যের শিশুকন্যা

ঢাকা মেডিকেল কলেজের বারান্দায় নিহত পুলিশ সদস্যের শিশুকন্যাকে ‘বাবা বাবা’ করে কাঁদতে দেখা যায়। এ সময় তার পাশে আর্তনাদ করছিল পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামের স্ত্রী রুমা আক্তার।

মেয়ে তানহাকে ঘুমন্ত অবস্থায় রেখে শুক্রবার (২৭ অক্টোবর) রাত তিনটার দিকে ডিউটি করতে বাসা থেকে বের হন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ (৩৩)। 

পরে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজের স্ত্রী রুমা আক্তার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত ৩টার দিকে তিনি ডিউটি করতে বের হন। শনিবার সন্ধ্যার দিকে আমাকে ফোন করে জানানো হয় আমার স্বামী আর বেঁচে নেই।

রুমা আক্তার জানান, শুক্রবার রাতে ঘুমন্ত মেয়ের কপালে চুমু খেয়ে ডিউটিতে বের হন আমিরুল ইসলাম। শনিবার সকালে ফোনে একবার কথা হয়।

Type and hit Enter to search

Close