শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৪ অক্টোবর) দুপুরে কালিহাতী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হুসেইন,কালিহাতী থানার ওসি তদন্ত শেখ মনিরুজ্জামান,দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মালেক ভূঁইয়া, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব আলী,সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি তারেক আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,রাইচ মিল মালিক সমিতির নেতৃবৃন্দ,বিভিন্ন ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হুসেইন বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ । এ বিষয়ে সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়িয়েছে এবং নিয়মিত কম দামে পণ্য বিক্রি করছে। সরকারের এ উদ্যোগ ইতিবাচক। 

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অহেতুক লাগামহীন দাম বাড়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জনান তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সব সময় স্থিতিশীল রাখতে হবে। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership