Breaking News

সখীপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে দুই সন্তানের জননী  জবেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাতে
উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত জবেদা বেগম ওই গ্রামের আবদুর রশিদের স্ত্রী।  


নিহতের পরিবার সূত্রে জানা যায়,  শুক্রবার বিকেলে বাড়িতে সাংসারিক কাজ করার এক পর্যায়ে জবেদা বেগমকে সাপে কামড় দেয়। পরে তাকে সাপের ভ্যাকসিন দিতে প্রথমে পৌরসভার জেলখানা মোড় সেনা হোমিও ফার্মেসিতে নিয়ে আসে। তার অবস্থার অবনতি দেখে  দ্রুত  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

Type and hit Enter to search

Close