Breaking News

কালিহাতীতে গৃহবধূর লাশ উদ্ধার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বনবাড়ী গ্রামে।

রোববার(২৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা আব্দুল কাদের জানান, আমার মেয়েকে  পরিকল্পিতভাবে হত্যা করেছে। কিন্তু কে বা কারা করেছে সে বিষয়ে আমরা কোন কিছু জানি না। পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাই আমার মেয়ের হত্যার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামীদের গ্রেফতার করা হোক। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু চন্দ্র ঘোষ জানান, নিহতের লাশ ঘরের ভেতর শোয়ানো অবস্থায় পাওয়া যায়। গলায় রশি দিয়ে চাপের চিহ্ন দেখে আত্মহত্যার স্পষ্ট আলামত পাওয়া যায়।

কালিহাতী থানার তদন্ত ওসি মনিরুজ্জামান শেখ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা আব্দুল কাদের বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Type and hit Enter to search

Close