Breaking News

সখীপুরে চোলাই মদসহ গ্রেফতার এক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে ৩৫ লিটার চোলাই মদসহ নিতাই কোচ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে পুলিশ। 

শনিবার ভোররাতে উপজেলার নাগেরচালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিতাই সরকার ওই গ্রামের স্বর্গীয় গোপাল কোচের ছেলে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে চোলাইমদ বিক্রি করা হ”েছ এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে ৩৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

সখীপুর থানার ওসি শেখ শাহীনুজ্জামান বলেন, ৩৫ লিটার চোলাই মদসহ নিতাই কোচকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  মাদক নির্মূলে পুলিশের এ অভিযান  অব্যাহত থাকবে।

Type and hit Enter to search

Close