টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘরিয়া হায়াতপুর লৌহজং নদীর পারে ঝাড়ু নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী।
আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ছানোয়ার হোসেন ভূঁইয়া, আমজাদ হোসেন, হযরত আলী, আজিজ মিয়া, আসাদুল, আতোয়ার রহমান ও আব্দুল ছালাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদী থেকে অবৈধভাবে বাল্কহেড দিয়ে বালু উত্তোলনের কারণে আমাদের কৃষি জমি সহ ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। এসময় বক্তারা অতি দ্রুত বালু উত্তোলন বন্ধ করে প্রশাসনের নিকট কৃষি জমি উদ্ধারের দাবী জানান।
Social Footer