সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাংগাইল-৮ বাসাইল-সখীপুর আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নিয়মিত এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য সখীপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়।
১৩ অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন তিনি।
বেলা ৪ টার দিকে বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল বাজারে সাধারণ জনতার সাথে সাক্ষাত করেন। পরে ঐ বাজারেই পথসভায় অনুপম শাহজাহান জয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নচিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এরপর ৬ টায় একই ইউনিয়নের নয়াপাড়া ও রাত ৮ টায় বগা গ্রামে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি।
এসময় সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় তার বক্তব্যে
বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবার আগে নিজেকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। গত ১৪-১৫ বছরে দেশের এই সার্বিক উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাই তিনি দলের নেতাকর্মীদের বলেন, সকল ভুল ত্রুটি ও ভেদাভেদ ভুলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।
Social Footer