১২ অক্টোবর(বৃহস্পতিবার) উপজেলার আড়াইপাড়া হামের মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ঐ এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে। জোবায়ের ডাবাইল হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত ছিলো।
পরিবারসূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে পুকুরে বর্শি দিয়ে মাছ ধরতে গেলে জোবায়েরকে সাপে কামড় দেয়। পরে আশেপাশের লোকজনের সহায়তায় প্রথমে সখীপুর এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জোবায়েরকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Social Footer