এলাকার মানুষ বিদেশি বউ দেখতে আদনানের বাড়িতে আসছেন বলে জানালেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে চাকরির জন্য মালয়েশিয়ায় যান নিকলীর দামপাড়া ইউনিয়নের গয়ালহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান জেবান। এক মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে আসেন তিনি। সেখানে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আদনানের। মালয়েশিয়ার তরুণী লায়লা তাঁর বড় বোনকে নিয়ে নিকলীতে আসেন। বিয়ের পর লায়লাকে আদনানের বাড়িতে রেখে তাঁর বোন মালয়েশিয়ায় ফিরে যান।আদনান জেবান বলেন, ২৭ সেপ্টেম্বর লায়লা তাঁর বড় বোনকে নিয়ে নিকলীতে তাঁদের গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তাঁর স্ত্রী লায়লা নতুন দেশে এসে বেশ খুশি।
Social Footer