Breaking News

প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী কিশোরগঞ্জে

তরুণী লায়লা মিয়া আবদুল্লাহ (২১) প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিতে বিয়ের জন্য এসেছেনে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। পরিবারের সম্মতিতে ওই তরুণীর সঙ্গে শুক্রবার বিয়ে হয় নিকলীর যুবক আদনান জেবানের (২৬)।

 এলাকার মানুষ বিদেশি বউ দেখতে আদনানের বাড়িতে আসছেন বলে জানালেন নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে চাকরির জন্য মালয়েশিয়ায় যান নিকলীর দামপাড়া ইউনিয়নের গয়ালহাটি গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আদনান জেবান। এক মাস আগে মালয়েশিয়া থেকে ফিরে আসেন তিনি। সেখানে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আদনানের। মালয়েশিয়ার তরুণী লায়লা তাঁর বড় বোনকে নিয়ে নিকলীতে আসেন। বিয়ের পর লায়লাকে আদনানের বাড়িতে রেখে তাঁর বোন মালয়েশিয়ায় ফিরে যান।আদনান জেবান বলেন, ২৭ সেপ্টেম্বর লায়লা তাঁর বড় বোনকে নিয়ে নিকলীতে তাঁদের গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। তাঁর স্ত্রী লায়লা নতুন দেশে এসে বেশ খুশি।

Type and hit Enter to search

Close