শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

টিকটকে তৈরিতে বাধা দেওয়ায় পুলিশকে মারধর

সিলেটে টিকটক ভিডিও তৈরিতে বাধা দেওয়ায় নয়ন চন্দ্র পোদ্দার (২৫) নামের এক পুলিশ সদস্যকে মারধর করেছে বখাটেরা। এ ঘটনায় চার যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গড়গড়ি এলাকার সুরুজ আলীর ছেলে জুবেল আহমদ (২৫), জুয়েল আহমদ (৩৬), জুমেল আহমদ (২১) ও বিশ্বনাথ উপজেলার ছালিয়া গ্রামের সুন্দর আলীর ছেলে আবজাল হোসনে (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় এক প্রবাসীকে বিদায় দিতে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান ওই চার যুবক। পরে তারা বিমানবন্দর এলাকায় টিকটক ভিডিও তৈরি শুরু করেন। বিমানবন্দর আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে আনসার সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা। পরে পুলিশ সদস্য নয়ন চন্দ্র পোদ্দার সেখানে গেলে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর করেন তারা। আহত পুলিশ সদস্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।আহত পুলিশ সদস্য নয়ন চন্দ্র পোদ্দার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন। এরপর রাতভর অভিযান চালিয়ে ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন জাগো নিউজকে বলেন, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় চার টিকটকার বখাটেকে রাতেই গ্রেফতার করা হয়। শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.